উত্তরদিনাজপুর

রায়গঞ্জে দিনে দুপুরে গুলি করে খুন ঠিকাদারকে

পথের ধারে দাড়িয়ে থাকা বাইক সরানোর কথা বলেই বচসা ও গালিগালাজ দুস্কৃতির দলের। এরপরেই আচমকা এলোপাথাড়ি গুলি এক ব্যাক্তিকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। দিনে দুপুরে গুলি করে খুনের এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।এই দিন রায়গঞ্জের অশোকপল্লীতে অমর সুব্রত ক্লাবের দুর্গা মণ্ডপের সামনে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম টিঙ্কু ঠাকুর(৩৫)। পেশায় ঠিকাদার টিঙ্কুর বাড়ি রায়গঞ্জের নেতাজী পল্লীতে।

            ঘটনায় প্রত্যক্ষদর্শী সরোজ চক্রবর্তী জানান এদিন তাকে বাইকে চাপিয়ে রামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন টিঙ্কু।যাবার পথে অমর সুব্রত ক্লাবের দুর্গা মণ্ডপের সামনে আসতেই হঠাৎ মোটরবাইকে আসা দুই যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের  বাইক আটকে অশ্লীল গালিগালাজ করতে থাকে। এদন তাদের বাইক ঘুরিয়ে হাইরোডের দিকে যেতে বলে দুস্কৃতির দল। বাইক ঘোরাতে রাজি না হওয়ায় এক যুবক অতর্কিতে টিঙ্কুকে এলোপাথারি গুলি করতে শুরু করে। তার মাথায় ও পেটে গুলি করেই জাতীয় সড়কের দিকে চম্পট দেয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে টিঙ্কু। ওই দুস্কৃতির দল সরোজ বাবুকেও মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি করতে চেয়েছিল।কোন রকমে প্রানে বাচেন তিনি। তবে ওই দুই যুবকের পরিচয় জানা যায়নি। সরোজবাবুও তাদের চিনতে পারেননি। কেন তারা টিঙ্কুকে খুন করল তাও স্পষ্ট নয়। এদিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার প্রিয়তোষ মুখার্জী ও রতন মজুমদার। ভিড় জমান আতঙ্কিত মানুষজনও।পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পারিবারিক কোন বিবাদ না ব্যাবসায় কোন রকম শত্রুতা তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।